বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের অন্যতম সংগঠক খান তালাত মাহমুদ রাফি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সোমবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে তিনি এই খবর নিশ্চিত করেন।

ফেসবুকে বিয়ের ঘোষণা
রাফি তার পোস্টে লেখেন,
“আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোআ একান্ত কাম্য। ০৩/১২/১৪৩১ বাংলা।”
তবে তিনি কোথায় বিয়ে করেছেন, তা উল্লেখ করেননি। এরপর অপর একটি পোস্টে তিনি ‘জান্নাতুল ফেরদৌস’ নামে একটি ফেসবুক আইডিকে যুক্ত করে তার সম্পর্কের ঘোষণা দেন।
বরগুনায় বিয়ের গুঞ্জন
রাফির পোস্টের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে, তিনি বরগুনায় বিয়ে করেছেন। স্থানীয়রা এই বিষয়ে পোস্ট দিতে শুরু করেন।
এছাড়াও, জান্নাতুল ফেরদৌস তার ফেসবুকে দুজনের একটি ছবি পোস্ট করে লেখেন,

“আলহামদুলিল্লাহ। ১৭/০৩/২০২৫।”
কে এই জান্নাতুল ফেরদৌস?
জানা গেছে, জান্নাতুল ফেরদৌস বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের চরকগাছিয়া গাবতলা এলাকার বাসিন্দা মো. জাকির হোসেনের মেয়ে। তার মা পূর্ব চরকগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।
কোথায় হলো বিয়ের আনুষ্ঠানিকতা?
রাফি ও জান্নাতুলের পরিচয় হয় তখন, যখন রাফির বোন ও জান্নাতুল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একই কোচিংয়ে পড়াশোনা করছিলেন। পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।
জান্নাতুল ফেরদৌসের বাবা জাকির হোসেন বলেন,
“আমার মেয়ের সঙ্গে রাফির বিয়ে সম্পন্ন হয়েছে। গত মাসের ৮ তারিখ রাফির বাবার সঙ্গে বসে বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। আজ সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাফির বোনের বাসায় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।”
তবে এখনো আনুষ্ঠানিক সংবর্ধনার কোনো তারিখ নির্ধারণ হয়নি।