খুলনা মহাসড়কে বাসে ডাকাতি, পুলিশের ফিল্মি স্টাইলে গ্রেপ্তার অভিযান

খুলনার মহাসড়কে চলন্ত বাসে ডাকাতির চেষ্টাকালে পুলিশের নাটকীয় অভিযানে একদল ডাকাত গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) গভীর রাতে খুলনা-যশোর মহাসড়কে যাত্রীবাহী একটি বাসে ডাকাতির সময় পুলিশের গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্য অনুযায়ী, বাসটি যখন মহাসড়কের নির্জন এলাকায় পৌঁছায়, তখন ডাকাত দল অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পুলিশের একটি বিশেষ টহল দল আগেই সতর্ক ছিল। বাসের গতি রোধ করে দ্রুত ঘিরে ফেলে এবং নাটকীয়ভাবে অভিযানে নেমে কয়েক মিনিটের মধ্যে ডাকাতদের কাবু করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা জানান, “আমরা গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই প্রস্তুত ছিলাম। ডাকাত দল বাসে উঠেই অপরাধে লিপ্ত হলে আমরা সুনির্দিষ্ট কৌশলে তাদের আটক করি।”

অভিযানে ৫ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, রশি ও ছিনতাই করা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীদের আতঙ্কের কারণ ছিল। গ্রেপ্তারের পর স্থানীয় বাসিন্দারা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেন।

এ ঘটনার পর খুলনা-যশোর মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের টহল আরও বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে।

Arifuzzaman Sagor

একজন সাংবাদিক, শিক্ষাবিদ ও উদ্যোক্তা। তিনি বর্তমানে বাংলাদেশ টেলিভিশন (BTV)-এর সংসদ প্রতিনিধি এবং বাংলাদেশ প্রতিদিন-এর কলামিস্ট।

Scroll to Top