টাঙ্গাইলের মির্জাপুরে র্যাব সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে ধরা পড়েছেন অবসরপ্রাপ্ত আনসার সদস্য হানিফ খান (৪৫)। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার তরফপুর ইউনিয়নের চকবাজার এলাকায় তাকে আটক করা হয় এবং পরে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার হওয়া হানিফ খান টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বক্তার খানের ছেলে।
কীভাবে ধরা পড়লেন প্রতারক?
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, হানিফ খান মির্জাপুরের তরফপুর চকবাজার এলাকায় একটি গুম ও হত্যা মামলার তদন্ত করার কথা বলে আসেন। এরপর মামলার আসামিদের কাছ থেকে কৌশলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং দ্রুত মামলা নিষ্পত্তির প্রতিশ্রুতি দেন।
তবে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তার পরিচয় জানতে চান। প্রথমে তিনি টাঙ্গাইল র্যাব-১৪ এর সদস্য বলে দাবি করেন। কিন্তু জনতার একের পর এক প্রশ্নের মুখে তিনি শেষ পর্যন্ত স্বীকার করেন যে তিনি আসলে অবসরপ্রাপ্ত আনসার সদস্য।
স্থানীয়রা তখনই তার আনসার পরিচয়পত্র দেখে নিশ্চিত হন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
আগেও করেছিলেন চাঁদাবাজির চেষ্টা
তরফপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাঈদ আনোয়ার জানান, এর আগেও এই প্রতারক ব্যক্তি মোবাইল ফোনের মাধ্যমে স্থানীয় কয়েকজনের কাছে র্যাব পরিচয়ে চাঁদা দাবি করেছিলেন।
তিনি বলেন, “আমরা কৌশলে টাকা দেওয়ার কথা বলে তাকে এলাকায় আসতে বলি। এরপর জনতা তাকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেওয়া হয়।”
পুলিশের বক্তব্য
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, “জনতার হাতে আটক প্রতারক হানিফ খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।